চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে ৭ অদম্য নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উদ্যোগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ, এন, এম ওয়াসিম ফিরোজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক ডঃ মোঃ ইয়াছিন আলী, জেলা সহকারী তথ্য অফিসার আব্দুল আহাদ, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোসাঃ সাহিদা আখতার।

দুর্গাপুর সংবাদদাতা : রাজশাহীর দুর্গাপুরে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫’ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে র‌্যালি শেষে উপজেলার মিনি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি এবিএম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা, আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ রুহুল আমীন, উপজেলা কৃষি কর্মকর্তা, সাহানা পারভীন লাবনী, উপজেলা মৎস্য কর্মকর্তা, মোঃ বাবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, দুলাল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, আনম রাকিবুল ইউসুফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, শারমিন শাপলা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকতা, বাবুল হক প্রমুখ।

লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় র‌্যালি, আলোচনা সভা ও শপথ গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এসব কর্মসূচি আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউসার। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তারেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

চকরিয়া সংবাদদাতা: চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নানান কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫। দিবসটির কর্মসূচির মধ্যে ছিলো র‌্যালি, আলোচনা সভা ও অদম্য নারীদের মধ্যে সম্মাননা প্রদান। চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন দেলোয়ারের সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত ও চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম. আলী হোসেন। এসময় উপজেলা সহকারী মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরুল ইসলাম, নারী সংগঠক দৈনিক দৈনন্দিনের প্রতিনিধি ফরিদা ইয়ামিনসহ সংশ্লিষ্ট বিশিষ্ট নারী সংগঠকরা উপস্থিত ছিলেন।