মৌলভীবাজার সংবাদদাতা: দীর্ঘ দিন থেকে ৮দফা দাবিতে সিলেট বিভাগ জুড়ে মানববন্ধন কর্মসূচির পর এবার মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন অবরোধ করে শনিবার আন্দোলনকারীরা। সকাল ১১টায় কুলাউড়া জংশন স্টেশনে অবরোধ কর্মসূচি শুরু হয়। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আধাঘন্টা আটকা পড়ে। পরে রেলওেয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার আশ্বাসে ১৫ দিনের জন্য কর্মসূচি স্থগিত করা হয়।
৮ দফা দাবি আন্দোলনের প্রধান সমন্বয়ক আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং অপর সমন্বয়ক আতিকুর রহমান আখই ও সাংবাদিক নাজমুল বারি সুহেলের পরিচালনায় অবস্থান ধর্মঘট চলাকালে বক্তব্য দেন সাবেক এমপি ও জাতীয় পার্টির কন্দ্রিয় নেতা নওয়াব আলী আব্বাস খান, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. জাকির হোসেন প্রমুখ।
এদিকে অবস্থান ধর্মঘট চলাকালে সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন কুলাউড়া স্টেশনে আসলে বিক্ষোভকারীরা ট্রেনটি অবরোধ করেন। আধঘন্টা ট্রেন আটকে থাকার পর কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহি উদ্দিন, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক, রেলওয়ে থানার ওসি জাহাঙ্গীর হোসেন, স্টেশন মাস্টার রোমান আহমদের নেতৃত্বে পুলিশ, বাংলদেশ সেনাবাহিনীর সদস্য ও বিজিবির সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলেন। এসময় ৮ দফা দাবির বিষয়টি রেলওয়ের ডিআরএম মোহাম্মদ মহিউদ্দিন আরিফ আগামী ১৫ দিনের মধ্যে কুলাউড়া এসে আন্দোলনকারীদের সাথে আলোচনা করে দাবি মেনে নেয়ার আশ্বাস দেন। তখন জনদুর্ভোগের কথা চিন্তা করে আধা ঘন্টা পর ধর্মঘট স্থগিত করে নেন আন্দোলনকারীরা। পরে অবরোধে আটকা পড়া পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে।