গাজীপুরে ঈদ বোনাস, বকেয়া বেতনসহ চলতি মাসের অর্ধেক বেতন এবং বাৎসরিক (অর্জিত) ছুটির টাকা পরিশোধের দাবিতে চারটি কারখানার শ্রমিকরা বৃহস্পতি বার কর্মবিরতি, বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে। শ্রমিক অসন্তোষের জেরে আলীফ গ্রুপের তিনটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ, শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় অবস্থিত স্বাধীন গার্মেন্টস লিমিটেড, স্বাধীন ডাইং লিমিটেড ও স্বাধীন প্রিন্টিং লিমিটেড কারখানার শ্রমিকরা কয়েক দিন ধরে তাদের পাওনাদির দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল। একাধিকবার তারা সড়ক অবরোধও করে। তবে কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সমাধান দেয়নি।
কারখানা বন্ধের নোটিশ, শ্রমিকদের ক্ষোভ
বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কারখানায় এসে গেটের সামনে "কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ"—এমন নোটিশ দেখতে পান। ঈদের প্রাক্কালে পাওনা পরিশোধ না করেই কারখানা বন্ধ করে দেওয়ায় শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
শ্রমিকদের অভিযোগ
বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন,
"সারা বছর কারখানার জন্য কাজ করি, মালিকপক্ষ লাভবান হয়। কিন্তু ঈদের সময় আমাদের পাওনা টাকা নিয়ে টালবাহানা করা হয়। অন্য কারখানার শ্রমিকরা পরিবারের জন্য ঈদের কেনাকাটা করছে, আর আমরা রাস্তায় বিক্ষোভ করছি। মালিকপক্ষ কেন আমাদের প্রতি এভাবে অন্যায় আচরণ করে?"
পুলিশের হস্তক্ষেপ ও মালিকপক্ষের প্রতিশ্রুতি
জিএমপিথর কোনাবাড়ী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, শ্রমিকরা তাদের পাওনাদি পরিশোধের দাবিতে আন্দোলন করছিলেন। তবে মালিকপক্ষ প্রতিশ্রুতি দিয়েছে, ২৫ মার্চ ঈদ বোনাস এবং ২৭ মার্চ চলতি মাসের অর্ধেক বেতন পরিশোধ করা হবে। কিন্তু শ্রমিকরা এই প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করে কর্মবিরতি চালিয়ে যাচ্ছে।
অপ্রীতিকর ঘটনা এড়াতে মেট্রোপলিটন পুলিশ ও শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইউটা কারখানায় ছুটি বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ
অন্যদিকে, গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া মনিপুর এলাকায় ইউটা পোশাক কারখানার শ্রমিকরা ঈদের ছুটি দুই দিন বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভ করে।
কারখানা কর্তৃপক্ষ ১০ দিনের ছুটি ঘোষণা করলেও শ্রমিকরা তা বাড়িয়ে ১২ দিন করার দাবি জানায়। দাবিপূরণ না হওয়ায় সকাল ৯টার দিকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন, ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরিয়ে দিলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশের বক্তব্য
জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম জানান, "সারাদেশেই ঈদের ছুটি ১০ দিন নির্ধারণ করা হয়েছে। কিন্তু ইউটা কারখানার শ্রমিকরা ১২ দিনের ছুটির দাবি করেন। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।"
গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নতুন কিছু নয়। তবে ঈদের সময় এই ধরনের পরিস্থিতি শ্রমিকদের পাশাপাশি মালিকপক্ষ ও প্রশাসনের জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।