আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা : কৃষিই সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে আশাশুনিতে দিনব্যাপী উত্তম কৃষি চর্চা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পার্টনার প্রোগ্রামের মাধ্যমে ডি এল আই-১(উখও) এর আওতায় উত্তম কৃষি চর্চা (এচঅ) বাস্তবায়নের জন্য কৃষক পর্যায়ে দিনব্যাপী উত্তম কৃষি চর্চা(এঅচ) সার্টিফিকেশন এর উপর এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে ও দ্যা ওয়ার্ল্ড ব্যাংক ও ইফাদ এর অর্থায়নে দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ। প্রশিক্ষণ প্রদান করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। এ সময় এস এ পি পি ও বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ২৫ জন কৃষককে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয়।