কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা : দুর্নীতি ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে হলে বাংলাদেশ জামাত ইসলামের বিকল্প নেই বলে জানিয়েছন জামায়াতে ইসলামীর ঢাকা-২ সংসদ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার তৌফিক হাসান। তিনি বলেন, কেরানীগঞ্জ বাতির নিচে অন্ধকার একটি এলাকা কেরানীগঞ্জ ব্যাপক অবকাঠামো উন্নয়ন দরকার। আমরা ক্ষমতায় গেলে বুড়িগঙ্গা নদীর উপরে আরো তিনটি ব্রীজ করবো।
গতকাল শুক্রবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার ঢাকা-২ নির্বাচনী প্রচারণার মোটরসাইকেল শোভাযাত্রা সাংবাদিকদের এ কথা বলেন। শোভাযাত্রাটি মডেল থানার হযরতপুর এলাকায় শুরু হয়ে শোভাযাত্রাটি কলাতিয়া হয়ে রুহিতপুর রামেরকান্দা বোডিং হয়ে সোনাকান্দা বিসিক মোরঘুড়ে জয়নগর হয়ে সাভার ক্লাব মাঠে গিয়ে এলাকায় গিয়ে এ শোভাযাত্রা শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার জামাতের আমীর মাওলানা দেলোয়ার হোসেন, ঢাকা জেলা দক্ষিণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাহবুবুর রহমান সিয়াম, সেক্রেটারি আবুল আবুল খাত্তাব মোহাম্মদ তূর্য, ঢাকা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি আমিনুল ইসলাম বুলবুল, কেরানীগঞ্জ মডেল থানা পশ্চিমের আমীর আব্দুর রহিম মজুমদার, সাভার থানা জামাতের আমীর আব্দুল কাদেরসহ প্রমুখ। এসময় প্রায় পাঁচশতাধিক মোটরসাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।