চকরিয়া সংবাদদাতা: চকরিয়ায় আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ও আল্লামা সাঈদীর গায়েবানা জানাযার নামাযে গুলীবর্ষণের ঘটনা নিহত পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা জামায়াত কর্মী শহীদ ফোরকান উদ্দিনের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল কাজীরপাড়া স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির, ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সেক্রেটারি মীর মুহাম্মদ আবু তালহা, চকরিয়া পৌরসভা জামায়াতের নায়েবে আমীর মো. ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারি এস.এম আলী জিন্নাহ ও বায়তুলমাল সেক্রেটারি সৈয়দ মুহাম্মদ রাসেল। এসময় ৮নং ওয়ার্ড সভাপতি সৈয়দ আলম, সাবেক ছাত্রনেতা মো. জুনাইদসহ স্থানীয় জামায়াতে ইসলামী ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা- বিশ^বরেণ্য মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ও চকরিয়ায় আল্লামা সাঈদীর গায়েবানা জানাযায় নিহত শহীদ ফোরকান উদ্দিনের খুনিদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী শক্তি তথা দাঁড়িপাল্লার পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।