পঞ্চগড় সংবাদদাতা : সম্প্রতি পঞ্চগড়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জনশক্তিদের (সাথী ও সদস্য) নিয়ে প্রীতি সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলাশাখা। দি হলি মিশন মাদরাসা মিঠাপুকুর প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জেলা যুব বিভাগীয় সেক্রেটারি আবুল বাশার বসনিয়া।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী, দাঁড়িপাল্লার কান্ডারী ও পঞ্চগড় জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মোঃ ইকবাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওঃ মোঃ মফিজউদ্দীন। আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ দেলোয়ার হোসাইন ও বালাদেশ ইসলামী ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা সভাপতি জুলফিকার রহমান প্রমুখ।