নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা : নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের বাইশারী বাজারের অগ্নিকাণ্ডে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ঢেউ টিন ও আর্থিক প্রণোদনা দেন। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য এডভোকেট মুহাম্মদ আবুল কালাম বাইশারী বাজারে আগুনে পুড়ে যাওয়া দোকান দার ও মালিকদের মাঝে টিন ও আর্থিক সহযোগিতা প্রদান করেন। উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার সম্মানিত এলাকার ব্যক্তিবর্গ।