শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : মাগুরার আলোচিত নিহত আছিয়ার পরিবারের পাশে দাড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানের পক্ষ থেকে ইতিমধ্যে বাছুরসহ দুটি গাভী ও একটি গোয়ালঘর উপহার দেয়া হয়েছে।

গতকাল বুধবার বিকেলে মাগুরা শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আছিয়ার পরিবারে সাথে সাক্ষাত করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য কুষ্টিয়া ও যশোর অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন। এসময় জেলা জামায়াতের আমীর এমবি বাকের, সাবেক আমীর কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মতিনসহ জামাতের স্থানীয় এবং জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় মোবারক হোসাইন আছিয়ার পরিবারের খোঁজ খবর নেন। অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে পেরে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, আছিয়ার বাবা অসুস্থ। উপার্জনক্ষম মানুষ নেই। এ অবস্থায় পরিবারটির আর্থিক সংস্থানের লক্ষ্যে বাছুরসহ দুটি গাভী দেয়া হয়েছে। একটি পাকা গোয়ালঘরও দেয়া হয়েছে। শুধু তাই নয়, গরুর খাবার এবং দেয়া হয়েছে চিকিৎসা সহায়তা।

আছিয়ার মা সাংবাদিকদের সামনে আমীরে জামায়াতের দোয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে মোবারক হোসাইন স্থানীয় সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মী সমাবেশে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরা নিজনান্দুয়ালী বোনের বাড়ি বেড়াতে গিয়ে আট বছরের শিশু আছিয়া তার বোনের শ্বশুর দ্বারা ধর্ষিত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় সারাদেশে ব্যাপক বিক্ষোভ মিছিল সমাবেশে ধর্ষকের ফাঁসি দাবি উঠে। গত ১৭ ই মে ধর্ষক হিটু শেখের ফাঁসির রায় ঘোষণা হয়। দরিদ্র আছিয়ার পরিবারকে সান্তনা দিতে গত ৫ই মার্চ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান আছিয়ার মাকে স্বাবলম্বী করতে একটি গোয়াল ঘর এবং দুটি গরু দেয়ার প্রতিশ্রুতি দেন।