হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বিভিন্ন হাট বাজারে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর অপতৎপরতায় নকল বীজে সয়লাব হয়ে গেছে। এতে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন প্রান্তিক কৃষকেরা। তাই ভুক্তভোগীরা এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে জরুরি প্রতিকার দাবি করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, হোসেনপুর উপজেলার বিভিন্ন হাট বাজারে নকল বীজের ছড়াছড়ির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচিত হলে স্থানীয় প্রশাসন ও কৃষিবিভাগের লোকজন নড়েচড়ে বসেন। এরই ধারাবাহিকতায় গত ১ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে হোসেনপুর পৌর সদরের পশ্চিম পট্টির সততা বীজ ভান্ডার এবং উপজেলার গোবিন্দপুর চৌরাস্তা বাজারের ব্যবসায়ী জহিরুল ইসলামের বাবুল ট্রেডার্স ও মেসার্স আউয়াল ট্রেডার্সে অভিযান পরিচালনা করেন এসি ল্যান্ড মোহসী মাসনাদ ও জেলা বীজ প্রত্যয়ন অফিসার নার্গিস আক্তার। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেরে দোকান মালিক-কর্মচারীরা পালিয়ে গলেও ওই দোকান থেকে উদ্ধার করা হয় বিভিন্ন ব্র্যান্ডের নকল বীজ ও কিছু কৃষি পণ্য। পরে ওইসব নকল বীজ জনসমক্ষে ধ্বংস করা হয়। এছাড়া হোসেনপুর পৌর এলাকার সততা বীজ ভান্ডারে নকল ও মেয়াদোত্তীর্ণ বীজ রাখার দায়ে সংশ্লিষ্ট ভ্রাম্যমাণ আদালত তাকে সতর্ক করেন ও তিন হাজার টাকা জরিমানা আদায় করেন।