লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকা থেকে পুুলিশের তালিকাভূক্ত শীর্ষ ডাকাত সর্দ্দার আবুল বাসার ওরফে বাসার ডাকাতকে গ্রেফতার করছে পুলিশ। সোমবার দুপুরে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়েজুল আজীম নোমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চন্দ্রগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি,হত্যা,চাঁদাবাজি ও অস্ত্র আইনে ৩০ মামলা রয়েছে। এসব মামলায় দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। গ্রেফতারকৃত ডাকাত সর্দ্দার আবুল বাসার সদর উপজেলার মটবী এলাকার আবদুর রবের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পুলিশের তালিকাভূক্ত শীর্ষ ডাকাত দলের প্রধান আবুল বাসার তার বাহিনীর সদস্যরা লক্ষ্মীপুরসহ বিভিন্ন স্থানে ডাকাতি,চাঁদাবাজি ও অস্ত্র বেচা-কিনার সাথে জড়িত রয়েছে। তাকে ধরতে পুলিশ দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাকে ধরতে পারেনি। সোমবার সকালে চন্দ্রগঞ্জ এলাকায় আবুল বাসার ওরফে বাসার ডাকাত তার লোকজন নিয়ে অবস্থান করার খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এক পর্যায়ে আবুল বাসারকে গ্রেফতার করতে পারলেও অন্যরা পালিয়ে যায়। আবুল বাসার ও তার বাহিনীর অত্যাচার-নির্যাতন,ডাকাতিতে অতিষ্ট ছিল লক্ষ্মীপুরসহ আশপাশের মানুষ। তবে তাকে গ্রেফতারের খবরে এলাকায় আনন্দ উল্লাস করতে দেখা গেছে।