মদন (নেত্রকোনা) সংবাদদাতা : নেত্রকোনার হাওড় বেষ্টিত উপজেলা মদন। এই উপজেলা সব দিক দিয়ে পিছিয়ে থাকলেও পিছিয়ে নেই ইয়াবাসহ মাদক ক্রয়বিক্রয়ে। উপজেলার বিভিন্ন প্রান্তে হাত বাড়ালেই মিলছে ইয়াবাসহ বিভিন্ন রকম মাদকসামগ্রী।
উপজেলার বিভিন্ন জায়গা সরজমিনে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বললে মাদকের এই ভয়াবহ চিত্রের কথা জানা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, মদন পৌরসভার মদন বাজার ইমদাদপুর ব্রিজ সংলগ্ন, দেওয়ানবাজার সহ বিভিন্ন অলিগলি, মদন ইউনিয়নে কদমতলী বাজার, কুলিয়াটি সকাল বাজার, মদন গুচ্ছগ্রামে, নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামে, চানগাঁও ইউনিয়নের শাহাপুর গ্রামে, মাঘান ইউনিয়নের নয়াপাড়া, মদন বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর পাশে, ফতেপুর ইউনিয়নের ধানকুনিয়া ব্রিজসহ অন্তত ২০টি স্পটে ইয়াবাসহ মাদক সামগ্রী ক্রয় বিক্রয় হচ্ছে। মাঝেমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী দুই একটা অভিযান পরিচালনা করলেও বেশিরভাগ থাকে ধরা ছোঁয়ার বাহিরে।