সন্ত্রাসবাদ ও উগ্রবাদ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে ঢাকায় এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) প্রধান অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের এফবিআই ও ঢাকার মার্কিন দূতাবাসের চার সদস্যের প্রতিনিধিদল। গতকাল সোমবার দুপুরে এটিইউ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে নেতৃত্ব দেন শ্রীলঙ্কা এফবিআইয়ের অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাশে কেইস ফেরেল।
প্রতিনিধিদলে আরও ছিলেন, সুসান ফিনবি (স্টাফ-অ্যাডমিনিস্ট্রেটিভ স্পেশালিস্ট, এফবিআই), রবার্ট জে ক্যামেরন (অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাশে, এফবিআই, ঢাকা) এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পুলিশ লিয়াজোঁ অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম।