ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা পাবলিক লাইব্রেরীর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশের উপজেলা পর্যায়ে আধুনিক পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠার অংশ হিসেবে ফুলবাড়ীও যুক্ত হলো জাতীয় লাইব্রেরী নেটওয়ার্কে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে একযোগে ১১টি জেলার ৪৪টি পাবলিক লাইব্রেরীর উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া।

ফুলবাড়ী উপজেলা পরিষদ হলরুম থেকে ভার্চুয়ালি উদ্বোধনী আয়োজনে যুক্ত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম।