গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের মীরপুর গ্রামে ভাই-বোনের বিবাদ মিটাতে গিয়ে কাঁচির আঘাতে ফুয়াদ হোসেন (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। নিহত ফুয়াদ হোসেন ওই গ্রামের আফজাল হোসেন ওরফে দুলা মাস্টারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একই গ্রামের নুরুল ইসলাম ওরফে নুর¤œর ছেলে মামুন মিয়া (৩০) ও মেয়ে মুক্তা বেগম (২৭) এবং তাদের চাচাতো ভাই ফুয়াদ মিয়া। মুক্তা বেগম তার পিতা নুরুল ইসলামের কাছ থেকে সম্প্রতি ১৭ শতক জমি বন্ধক ও ১৮ শতক জমি বর্গা নিয়ে উক্ত জমিতে কচুর আবাদ করেন। শুক্রবার মুক্তা বেগম তার স্বামী শাহার¤œল ইসলামকে সাথে নিয়ে ওই জমিতে কচু তুলছিলেন। এ সময় মামুন ওই কচু তুলতে বাঁধা দিলে তাদের মধ্যে বাগবিতান্ডা শুরু হয়। এক পর্যায়ে মামুন তাকে মারপিট করায় ফুয়াদ ও তার স্ত্রী সান্তনা এই বিবাদ মিটাতে এগিয়ে আসে। এ সময় মামুন তার হাতে থাকা কাঁচি দিয়ে ফুয়াদের বুকে আঘাত করে। গুর¤œতর আহত অবস’ায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ফুয়াদ মিয়া মারা যান।
সাদুল্যাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্ত মামুন মিয়াকে আটক করেছে।