অপসাংস্কৃতিক বিরুদ্ধে সুস্থ সাংস্কৃতিক বিকাশে ‘ঈদুুল ফিতর উপলক্ষে করিমপুর আদর্শ ছাত্র ও যুব সংঘ, আল ইহসান উলামা পরিষদ ও তরুন কাফেলা গত শনিবার রাতে করিমপুর খেলার মাঠে ইসলামিক নাশিদ সন্ধ্যার আয়োজন করে। নরসিংদীর চরাঞ্চলে অনুষ্ঠিত এ মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করিমপুর সেন্ট্রাল মসজিদেও মুতাওয়ালী টি, আই, এম মনজুর মোর্শেদ। উদ্বোধক ছিলেন নরসিংদী থানা পাবলিক লাইব্রেরী’র সভাপতি ও করিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো: মনিরুল ইসলাম (মনির)। বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ আমীরুল ইসলাম শামীম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. তানজিনুল হক মোল্লা, নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু কাউছার সুমন, কুয়েত প্রবাসী মো. বদরুজ্জামান (ফিরুজ), গুডলিংক ইন্টারন্যাশনাল এর পরিচালক মো: আবু সাইদ। আমন্ত্রিত আলেম ওলামা ছিলেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম কুতুবখালি ঢাকার প্রিন্সিপাল ও শাইখুল হাদিস হাফেজ মাওলানা সাকিবুল ইসলাম কাসেমী, জামিয়া ইসলামিয়া সাহেপ্রতাব এর সিনিয়র মুহাদ্দিস হাফেজ মাওলানা আবদুল কাদির। পৃষ্ঠপোষক যারা তারা হলেন সিআইপি (ওমান), ইউসূফ মোল্লা, আমেরিকা প্রবাসী ফিরুজ আহমেদ মোল্লা, লন্ডন প্রবাসী ব্যারিস্টার আব্দুল হালিম সরকার, ইতালি প্রবাসী ইবনে খৈয়াম সাথী, ইতালী প্রবাসী রমযান আলী মাষ্টার, ওমান প্রবাসী মাসুম সারোয়ার। প্রধান আকর্ষণ ছিলেন জাগ্রত কবি মুহিব খান। সংগীত পরিবেশনায় ছিল জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব এর শিল্পীবৃন্দ। ইসলামি নাশিদ সন্ধ্যার পূর্বে এ চরাঞ্চল করিমপুর গ্রামের বিশিষ্ট ও গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়। তার মধ্যে রয়েছে শিক্ষাবিদ, চিকিৎসক, আলেম ও হাফেজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন করিমপুর আদর্শ ছাত্র ও যুব সংঘের প্রতিষ্ঠাতা সম্পাদক মো: জসিম উদ্দিন সরকার ও আল ইহসা উলামা পরিষদ ও তরুণ কাফেলার সদস্য মাওলানা তাফাজ্জল হোসেন।
এই ইসলামী নাশিদ সন্ধ্যা গভীর রাত্র পর্যন্ত চলে। এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ডা. সৈয়দ আমীরুল হক শামীম বলেন, আমরা বাংলাদেশের সকল মানুষ একত্রে সুখে শান্তিতে বসবাস করে আসছি। কোনো সংখ্যালঘু ও সংখ্যাগুরু আমরা মানিনা বুঝি না। আমাদের এ মুসলিম দেশের সাথে কোনো মুসলিম দেশের সংযোগ নেই। আমরা মুসলমান আমাদের ইমানী শক্তিই বড়। আমরা ইসলামের পথেই থাকবো। আমাদের সাথে আল্লাহর রয়েছেন। একদিন ইসলামেরই বিজয় হবে। এই নরসিংদীর দুর্গম চরাঞ্চল করিমপুর অনেক বছর পূর্বে থেকে ইসলামী শিক্ষা ও জাগতিক শিক্ষায় অনেক অগ্রগামী, আমি এখানে এসে তা বুঝতে পারলাম। এখানে না আসলে তা বুঝতে পারতাম না।