রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতিতে অনুমোদনহীন অবৈধ ইটভাটা বন্ধের লক্ষ্যে মহামান্য হাইকোর্টের আদেশ বাস্তবায়ন ও সরকারি আদেশ সংক্রান্ত অবহিতকরণ ও বিশেষ সমন্বয় সভা আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর লক্ষ্মীপুরের সহযোগিতায় সম্প্রতি উপজেলা পরিষদ সম্মেলন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রামগতি সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন কাফি, পরিবেশ অধিদপ্তর লক্ষ্মীপুরের সহকারী পরিচালক হারুন অর রশিদ, রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কবির হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, জাতীয় সমাজ তান্ত্রিক দল জেএসডি সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন বাবলু, রামগতি প্রেসক্লাব সভাপতি রেজাউল হক, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ এবং ইটভাটা মালিকগণ।
গ্রাম-গঞ্জ-শহর
রামগতিতে অবৈধ ইটভাটা বন্ধে অবহিতকরণ সমন্বয় সভা
লক্ষ্মীপুরের রামগতিতে অনুমোদনহীন অবৈধ ইটভাটা বন্ধের লক্ষ্যে মহামান্য হাইকোর্টের আদেশ