চট্টগ্রাম বন্দরে রফতানিমুখী কনটেইনার স্ক্যানিং কার্যক্রম ফের চালু হয়েছে। সাময়িক বন্ধ থাকার পর গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে স্ক্যানিং কার্যক্রমের পুনরায় উদ্বোধন করেন। এ সময় চট্টগ্রাম কাস্টমসের কমিশনারসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানান, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বন্দরের নিজস্ব অর্থায়নে কনটেইনার স্ক্যানার স্থাপন করা হয়। ‘ফাইভ আর অ্যাসোসিয়েটস’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান স্ক্যানারটি স্থাপনের পাশাপাশি রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল। কাস্টমসের তত্ত্বাবধানে স্ক্যানারটি পরিচালিত হচ্ছিল।

তবে চুক্তি মেয়াদ শেষ হওয়ায় সাময়িকভাবে স্ক্যানিং কার্যক্রম বন্ধ রাখা হয়। সম্প্রতি বন্দর কর্তৃপক্ষ পুনরায় একই প্রতিষ্ঠানকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রদান করে। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর স্ক্যানিং কার্যক্রম ফের শুরু করা হয়। বন্দর কর্মকর্তাদের মতে, রফতানিমুখী কনটেইনার স্ক্যানার চালু হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যে স্বচ্ছতা ও নিরাপত্তা আরও জোরদার হবে।