মশিউর রহমান, সাদুল্লাপুর সংবাদদাতা: গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার কিশামত দূর্গাপুর গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে মো. শাহাদাৎ হোসেন আলতাবের (৩২) দু’টি কিডনি নষ্ট হয়ে গেছে। তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজের কিডনি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

শাহাদাৎ এর সপ্তাহে ২ দিন ডায়ালাইসিস করতে যেতে হয় রংপুরে। মাসে প্রায় ৩০ হাজার টাকা ব্যয়। যা বহন করা দরিদ্র ও অসুস্থ বাবার পক্ষে সম্ভব না। বড় ভাই শাহ আলম জানান, আট ভাই বোনের মধ্যে শাহাদাৎ সবার ছোট, ছোট ভাই চিকিৎসার অভাবে মারা যাবে এটা ভাবতে যেমন হৃদয় ক্ষত-বিক্ষত হচ্ছে অন্যদিকে জমা-জমি বিক্রি করে, অন্যের কাছে ঋন করে ছোট ভাইটির মুখের দিকে তাকিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছি, যেন ছোট ভাই শাহাদাৎ কে আল্লাহ তাআলা বেচেঁ রাখেন।

এদিকে ডাক্তার বলেছেন, তাকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন করাতে হবে।

এ জন্য ১০ থেকে ১২ লাখ টাকার প্রয়োজন। কিন্তু এতো টাকা দরিদ্র শাহাদাৎ এর পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না। মৃত্যুই যেন তার শেষ ঠিকানা।

অসহায় পিতা মোজাম্মেল হক চোখে জল নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন একটি সম্ভাবনাময় প্রাণকে বাঁচানোর আকুতি নিয়ে। সন্তানের আর্তনাদ যেন তাকে প্রতিদিনই কুরে কুরে খাচ্ছে। যে সন্তানের হাত ধরে একদিন ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন, আজ তাকেই হারানোর শঙ্কায় পিতা হারিয়ে ফেলেছেন সমস্ত শক্তি। এ অবস্থায় তার পরিবার পক্ষ থেকে সমাজের হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা:

মো.শাহাদাৎ হোসেন

হিসাব নং ৫১১৪৪০১০৩৩৪৫২

সোনালী ব্যাংক বাংলাদেশ লি.

সাদুল্লাপুর শাখা, গাইবান্ধা।

বিকাশ/ নগত নাম্বার ০১৭৭০৯৮৯০৬৯