বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, সমাজে ইসলামের দাওয়াত প্রদান, নৈতিক মান সম্পন্ন কর্মী তৈরী ও সাংগঠনিক প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে হবে।

তিনি গতকাল শনিবার নগরীর মডেল কলেজ মিলনায়তনে জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার উদ্যোগে দিনব্যাপী আয়োজিত রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মাওলানা আব্দুল হালিম বলেন, পবিত্র কুরআন ভিত্তিক নৈতিক শিক্ষার অভাবেই আজ সমাজে খুন, ধর্ষণ সহ নানা নৈরাজ্য বিরাজ করছে। তিনি জনমত গঠনের গুরুত্ব আরোপ করে বলেন, মানবিক সরকার গঠনে আগামী নির্বাচনে ভাল ফলাফলের জন্য সমাজের অসহয় দুখী মানুষের পাশে দাঁড়ানো নিয়মিত কাজে পরিনত করতে হবে। মানুষের সামাজিক সমস্য সমাধানে তৃণমুল পর্যায়ে ইসলামী আন্দোলনের কর্মীদের যথাযথ ভুমিকা পালন করতে হবে। এর মাধ্যমে মানুষের এই প্রত্যাশা পুরন করা সম্ভব। তিনি বলেন. আল কোরআনের বিধান মেনে চলার মধ্যেই ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের কল্যান নিহিত রয়েছে।

মাওলানা আব্দুল হালিম বলেন, গাঁজায় অমানবিক ও বর্বরচিত ভাবে সংঘটিত হত্যযজ্ঞ বিশ্ব বিবেককে স্তম্ভিত করেছে, নাড়া দিয়েছে। আজকের সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের প্রতিবাদের ঢল তারই উজ্জল দৃষ্টান্ত। গাজায় গণ হত্য এবং ফিলিস্তিনের সংহতির বিষয়ে বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। তিনি বলেন খুনি ফ্যাসিস্টরা পালিয়ে যাওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশ এখন ইসলামী আন্দোলনের জন্য উর্বর ক্ষেত্রে পরিনত হয়েছে। সংগঠনের সকল স্তরের জনশক্তিকে উন্নত নৈতিক চরিত্র প্রদর্শন এবং সমাজে কল্যানমূলক কাজে ভূমিকা পালনের মধ্য দিয়ে এর মূল্যায়ন করতে হবে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুল হাকিম,।

এ সময় জামায়াতের রংপুর মহানগর সেক্রটারি কে এম আনোয়ারুল হক কাজল, সহকারী সেক্রেটারি রায়হান সিরাজী ও আল আমীন হাসান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।