ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ শনিবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ঢাকা-বাইপাস সড়কের যোগীতলা আন্ডারপাস এলাকায়।

নিহতরা হলেন—কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চন্ডীপুর গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে মাহবুবুর রহমান বাবু (৪০) এবং একই উপজেলার বাটুয়াখানা গ্রামের মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে মো. ওবাইদুল হক (৪৭)। মাহবুবুর রহমান বাবু গার্মেন্টস কর্মী হিসেবে নারায়ণগঞ্জে কাজ করতেন, আর ওবাইদুল হক ছিলেন একজন রাজমিস্ত্রি।

জিএমপিথর বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমেদ ও স্থানীয়রা জানান, ঈদের ছুটি শেষে তারা দুজন একটি মোটরসাইকেলে করে নারায়ণগঞ্জে কর্মস্থলে ফিরছিলেন। পথিমধ্যে যোগীতলা আন্ডারপাস এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান তারা এবং ঘটনাস্থলেই ট্রাকচাপায় প্রাণ হারান দুইজনই।

ওসি কায়সার আহমেদ আরও জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। তবে ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, ঢাকা-বাইপাস সড়কে অতিরিক্ত ট্রাক চলাচল ও বেপরোয়া গতির কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। দ্রুত ট্রাফিক নিয়ন্ত্রণ ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছেন তারা।