জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের প্রবীণ সদস্য (রুকন) ও মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম (৯৮) কাউনিয়ারচর মুসলিমবাগ গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে বুধবার রাত ২টায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার নামাযে জানাযা বুধবার বাদ জোহর মুসলিম বাগে নিজ বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৫ পুত্র ও ৫ কন্যা সন্তান ও নাতি নাতনী সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর নামাজে জানাযায় ইমামতি করেন তাঁর বড় ছেলে আলহাজ্ব নুরুল ইসলাম মাষ্টার, জানাযায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জামালপুর জেলার সাবেক আমীর এডভোকেট মুহাম্মদ নাজমুল হক সাঈদী, জামালপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আবদুস সাত্তার, দেওয়ানগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাহবুবুর রহমান তালুকদার, রাজিবপুর উপজেলা আমীর মাওলানা আব্দুল লতিফ, রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান।
গ্রাম-গঞ্জ-শহর
জামালপুরে জামায়াত নেতার ইন্তিকাল
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের প্রবীণ সদস্য (রুকন) ও মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম (৯৮) কাউনিয়ারচর মুসলিমবাগ গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে