গণ অধিকার পরিষদের টাংগাইল জেলা সাংগঠনিক সম্পাদক মশিউর রহমানসহ ৪৩ নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শনিবার (২৪ জানুয়ারি ) শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভায় এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গণ অধিকার পরিষদের টাংগাইল জেলা সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান জামায়াতে যোগ দিয়ে বলেন, গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা হয়েছিল দেশের মানুষের অধিকার আদায়ের জন্য। কিন্তু এখন পরিলক্ষিত হচ্ছে এ সংগঠন আর দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ে তৎপর নয়। বাংলাদেশে একমাত্র জামায়াতে ইসলামী সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে। তাই আমি ও আমার দলের ৪৩ নেতাকর্মী জামায়াতে যোগ দিয়ে দেশের মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ।
এসময় জামায়াতের জেলা আমীর আহসান হাবীব মাসুদ তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।
অন্যান্যের মধ্যে এনসিপির জেলা সভাপতি এডভোকেট কামরুজ্জামান শাওন, সেক্রেটারি মাসুদুর রহমান রাসেল, জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাও. জায়েদ হাবিব, সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, সেক্রেটারি আলমগীর হোসেন, শহর সেক্রেটারি সাইফুল ইসলাম, শিবির নেতা মাজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।