বাংলা নববর্ষ ১৪৩২ সনকে বরণ করে নিতে বর্ণিল আয়োজনে মৌলভীবাজার জেলার জুড়ীতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত শোভাযাত্রাটি উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সুত্রধর। উপজেলা মৎস্য অফিসার মনিরুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-০১ (জুড়ী-বড়লেখা) আসনে ২০১৮ সালের নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, পশ্চিমজুড়ী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, জুড়ী থানার ওসি তদন্ত জহিরুল হক, জুড়ী উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোস্তাকিম হোসেন বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল আলম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান চুনু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাজমুল ইসলাম, জামাল হোসেন, আব্দুল কাইয়ুম, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল কাইয়ুম, বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান হাবিব।
এছাড়াও উপস্থিত ছিলেন জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজান আলী, গোয়ালবাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী সোহেল, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফছা হাবিবা লুপা, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসহাক আলী, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতিশ চন্দ্র দাশ, বিএনপি নেতা আব্দুল হেকিম, লোকমান হোসেন, আফতাব আলী, কয়ছর আহমেদ, যুবদল নেতা শাহীন আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুহেল আহমদ।
এছাড়াও অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।