দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানার এসআই আহসান হাবীব ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির এক্সপ্রিড সিএনজি স্টেশনের সামনে থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত হলেন, গাজীপুরের জাঙ্গালিয়া উপজেলার পুনসহি মুন্সী গ্রামের আকবর আলীর ছেলে মাজহারুল ইসলাম (৩১)।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, ইয়াবসহ আটককৃত মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।