সরকারি ব্রজমোহন কলেজে সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যানারে ৫ দফা দাবিতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। আন্দোলনে তারা বিক্ষোভ মিছিল শুরু করে কলেজের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। শিক্ষার্থীদের অবস্থানের ফলে বরিশাল শহরে তীব্র যানজটের দেখা দেয়। পরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও অধ্যক্ষ মহোদয়ের আশ্বাসে আজকের মত কর্মসূচি প্রত্যাহার করেন।

তারা আজ বৃহস্পতিবার বিক্ষোভ ও বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিএম কলেজের অধ্যক্ষ ৩ কর্মদিবস সময় নিয়েছেন তাদের দাবি পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। কিন্তু শিক্ষার্থীরা ঘোষণা করেছে যে, আজ বৃহস্পতিবার থেকে কলেজের ফরম ফিলাপ ও ভর্তি ব্যতীত কোন একাডেমিক কার্যক্রম চলতে দেবে না। এমন কি তাদের দাবি পূরণ না হলে দক্ষিণাঞ্চল অচল করে দেয়ার হুমকি দিয়েছে।

শিক্ষার্থীদের ৫ দফার দাবিতে রয়েছে : নতুন হল নির্মাণ ও পূরনো হল সংস্কার, জলাবদ্ধতা দূরীকরণ, নতুন একাডেমিক ভবন নির্মাণ, পরিবহন সংকট সমাধান ও শিক্ষক সংকট দূরীকরণ। উল্লেখ্য ৫ আগষ্টের পর শিক্ষার্থীরা বারবার এই দাবি জানিয়ে আসছিল।

সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে যে, এই আন্দোলনের সকল ছাত্র সংগঠন ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালন করছে। তারা এই আন্দোলনের সম্পূর্ণ সমর্থন জানিয়েছে।