প্রশিক্ষণ
পঞ্চগড় সংবাদদাতা: “তামাক কোম্পানির কূটকৌশল উম্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি এই স্লোগানে পঞ্চগড়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে, জেলা প্রশাসনের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণের মুল প্রবন্ধ উপস্থাপন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমন চন্দ্র দাশ।
জেলা প্রশাসক মোা. সাবেত আলীর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব মো. আহসান হাবিব।
এসময় জেলা সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী সহ সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা : ফুলবাড়ী উপজেলা ব্র্যাক অফিসে কৃষকদের মাঝে ব্র্যাক হাইব্রীড ১০ আমন ধানের বীজ বিতরণ। গতকাল রবিবার সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা ব্র্যাক অফিসের সভা কক্ষে ব্র্যাক হাইব্রীড ১০ আমন ধানের বীজ ফুলবাড়ী, পাবর্তীপুর, চিরিরবন্দর ও নবাবগঞ্জ এলাকার ৩শত কৃষদের মাঝে বিতরণ করে। এর মধ্যে ফুলবাড়ীতে ৮০ জন ব্র্যাক কৃষকদের মাঝে বীজ বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে কৃষকদের মাঝে কৃষি বিষয়ে বক্তব্য রাখেন, টেরিটরি সেলস্ অফিসার সীড প্রোগ্রাম ব্র্যাক এর মোঃ মুরাদ হোসেন। তিনি বীজ বিতরণের আগে বীজতলা কিভাবে করতে হবে তা বোঝান এবং কীভাবে বীজ রোপন করতে হবে এই বিষয়ে ব্র্যাক কৃষকদের বেশি উৎপাদনের ক্ষেত্রে তাদেরকে পরামর্শ প্রদান করেন।
আলোচনা সভা ও র্যালি
কেশবপুর (যশোর) ঃ বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা ও র্যালীর কর্মসূচী পালিত হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ এর সভাপত্তিত্বে ৩১ মে বেলা ১১ টার আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদিপ রায়,উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের ডাক্তার সৌমেন্দ্র চন্দ্র,উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক,পৌর বিএনপির সেক্রেটারী নূরুজ্জামান চৌধুরী, কেশবপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল হাই সিদ্দিকী,সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ প্রমুখ।
মতবিনিময়
আদমদীঘি (বগুড়া) ঃ আদমদীঘি উপজেলার নবাগত উপজেলা নির্বাহি অফিসার নিশাত আনজুম আদমদীঘি প্রেসক্লাব ও সান্তাহার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গত ১ জুন উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে এই মতবিনিময় করেছেন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা অত্র উপজেলায় সার্বিক উন্নয়নের ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতার আহবান জানিয়ে বলেন, পবিত্র ঈদুল আযহা তথা কোরবানির হাটে সরকারি নির্দেশনামতে টোল আদায় না করে অতিরিক্ত হারে টোল আদায় করা হ্েচ্ছ কিনা এবং দরিদ্রদের মাঝে সরকারি বরাদ্দের চাল বিতরণে অনিয়ম করা হচ্ছে কিনা তা জানা থাকলে তাকে তাৎক্ষণিক অবগত করার জন্য আহবান জানান। মতবিনিময় অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, সহসভাপতি বেনজীর রহমান, সম্পাদক সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সহ সম্পাদক হেদায়েতুল ইসলাম উজ্জল, সাংগঠনিক সম্পাদক আবু মুত্তালিব মতি, মিজানুর রহমান, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি তোফায়েল আহমেদ, সম্পাদক সাগর খান, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিল্লুর রহমান, তরিকুল ইসলাম প্রমুখ।