উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, দেশের সকল আন্দোলনে শ্রমিকরা ভূমিকা রেখেছে। কিন্তু বিগত ক্ষমতাসীনরা শ্রমিকদের সেভাবে মুল্যায়ন করেনি। বিগত ৫৪ বছরে রাষ্ট্রক্ষমতায় থাকা রাজনৈতিক দলগুলো সরকারি কল-কারখানা গড়ে তোলার পরিবর্তে লোকসানের অজুহাত দেখিয়ে সেগুলোকে দলীয় ব্যক্তিদের মধ্যে বণ্টন করেছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা এনায়েতপুর গুচ্ছগ্রাম মসজিদ ও মাদ্রাসা মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জামায়াত যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তবে দেশের শিল্প খাতকে পুনরুজ্জীবিত করতে নতুন নতুন কল-কারখানা স্থাপন করা হবে। দেশের বেকার সমস্যা দূর করা হবে। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে আধুনিকায়ন করা হবে।

সমাবেশে উল্লাপাড়া পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রাশিদুল ইসলাম রাশেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট সাইদুল ইসলাম খান, উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি খায়রুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বাবুল আক্তার, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, পৌর জামায়াতের আমীর আব্দুল করিম প্রমুখ।