রাজবাড়ী সংবাদদাতা : রাজবাড়ীতে এক প্রবাসীর বাড়িতে এক লক্ষ টাকা চাঁদার দাবিতে একটি সংঘবদ্ধ চক্র হামলা ও ভাঙচুর চালায়। এতে সৌদি আরব প্রবাসী মোঃ রাসেল গাজী ও তার মা মোছাঃ কাঞ্চন মালা মারাত্মকভাবে আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হন। তাদের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সমেশপুর গ্রামে, প্রবাসী রাসেল গাজীর পিতার নাম মোঃ দেলোয়ার হোসেন গাজী। তাদের ছেলে রাসেল গাজী দীর্ঘ ৮ বছর পর বিয়ের উদ্দেশ্যে দেশে আসে। এ ব্যাপারে মোছাঃ কাঞ্চন মালা বাদী হয়ে রাজবাড়ী বিজ্ঞ সদর আমলি আদালতে মামলা করেছেন মামলা নং সি আর ৮৭৯/২৫।

মামলার বিবরণে জানা যায়, গত ৩১ জুলাই ছিল রাসেল গাজীর বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান। আসামীরা রাসেল গাজী দেশে ফেরার পর থেকেই বিভিন্ন অজুহাতে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। গায়ে হলুদের অনুষ্ঠানের দিন বক্স বাজালে আসামি সমেশপুর গ্রামের মোহাম্মদ আলী শেখের ছেলে পিয়াস শেখ এর নেতৃত্বে মোঃ শিপন পিতা মৃত্যু ওসমান সাং বক্তারপুর, মোঃ পারভেজ শেখ পিতা মোঃ আলাউদ্দিন শেখ, মোঃ মুন্না মোল্লা পিতা মোঃ সলিম মোল্লা, মোঃ শুভ মল্লিক পিতা মৃত্য খলিল মল্লিক, মোঃ টিটু শেখ পিতা আবদার। সর্ব সাং সমেশপুর। এই সকল আসামি মিলে ঐ দিন দুপুরে বাদীর বাড়িতে এসে বক্স বাজাতে নিষেধ করে, তখন তর্কবিতর্ক হলে একপর্যায়ে আসামীরা রামদা, চাইনিজ কুড়াল, রড সহ বিভিন্ন দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে হামলা চালায় এবং নগদ ১ লক্ষ টাকা সহ প্রায় ২ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে। মামলা করতে গেলে থানা অভিযোগ পত্র গ্রহণ করে। আসামীদের অনেকের নামে থানায় আগেরও অভিযোগ রয়েছে। পরবর্তীতে বাদী আসামীদের বিরুদ্ধে রাজবাড়ী বিজ্ঞ সদর আমলী আদালতে মামলা দায়ের করে। আদালত মামলাটি পি বি আই কে তদন্তের দায়িত্ব দেন।

উল্লেখ্য আসামীরা বাদীর ছেলে রাসেল গাজীকে ইতিপূর্বে তাদের কথিত অফিস ঘরে আটকে রেখে মারপিট করে এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়, যা পরবর্তীতে ১০ হাজার টাকা দিয়ে ফিরিয়ে আনা হয়। আসামীরা এখনও বাদীকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিচ্ছে এবং ৯০ হাজার টাকা দেয়ার জন্য চাপ দিয়ে আসছে।