বাংলাদেশ মসজিদ মিশনের জেনারেল সেক্রেটারি ড. মাওলানা খলিলুর রহমান মাদানী বলেছেন, ইসলাম বিদ্বেষী, দেশদ্রোহী, ইসলামী নেতৃত্ব ও আলেম-ওলামা নির্যাতনকারী পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট গোষ্ঠী আবারো দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। এ দেশে তাদের দোসরদের লেলিয়ে দিচ্ছে। আলেম, ওলামা, পীর মাশায়েখ, ইমাম খতিবদেরকে পূর্বের ন্যায় আবারও ঐক্যবদ্ধভাবে ময়দানে সক্রিয় থাকতে হবে।
শনিবার (৩০ আগস্ট) খুলনা মহানগরী বাংলাদেশ মসজিদ মিশনের কাউন্সিল অধিবেশন ও ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
নগরীর সোসাইটি মিলনায়তনে মহানগর সভাপতি প্রফেসর মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মহানগরী প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা বিভাগীয় দায়িত্বশীল অধ্যক্ষ মশিউর রহমান, অধ্যাপক নজিবুর রহমান, অধ্যক্ষ রাহমাতুল্লাহ, অধ্যক্ষ আব্দুর রহিম, মুহাদ্দিস আবু বকর সিদ্দিক, মুহাদ্দিস মনিরুজ্জামান, মাওলানা মাসুম বিল্লাহ, আজিজুর রহমান সিদ্দিকী প্রমুখ।
প্রধান অতিথি বলেন, মসজিদ মুসলিম উম্মাহর ইবাদাত ও সমাজ সেবার মারকাজ। বাংলাদেশের প্রায় ৫ লক্ষ মসজিদ কে দ্বীন প্রচার ও সমাজ উন্নয়নের কেন্দ্ররূপে গড়ে উঠতে হবে।
তিনি আরো বলেন, সন্ত্রাসী চাঁদাবাজ, দুর্নীতিবাজদের কঠোর দমন করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ইমাম-খতিবগণ অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করবেন। সন্ত্রাসী,চাঁদাবাজিদের কঠোর হস্তে দমন এবং পতিত ফ্যাসিস্টদের দৃশ্যমান বিচার ও কাঙ্খিত সংস্কার ছাড়া এদেশে জাতীয় নির্বাচন হবে না। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নস্যাৎ হয়ে যাবে। প্রত্যেক মসজিদের মুসল্লিদেরকে মানবিক সমাজ বিনির্মাণে সচেতন সক্রিয় রাখতে হবে।
অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, আলেম, উলামা ইমাম- খতিবদেরকে দ্বীনের দায়ী হিসেবে ইকামতে দ্বীনের সক্রিয় মুজাহিদ হতে হবে।
অনুষ্ঠানে বাছাইকৃত প্রায় চার শত আলেম ওলামা, ইমাম খতিব উপস্থিত ছিলেন।