জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ হত্যার দায়ে ছাত্রলীগের সাবেক সভাপতি পোমেল বড়ুয়াকে প্রধান আসামী করে ৮ পুলিশ সহ রংপুর বেরোবির শিক্ষক শির্ক্ষাথী কর্মচারীসহ ৭১ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বেরোবির রেজিষ্টার মোহাম্মদ হারন অর রশিদ বাদী হয়ে গত বুধবার রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় এই মামলা দায়ের করেন। তাজহাট থানার ওসি শাহ্ আলম সরদার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অপর আসামীরা হলে রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক উপ কমিশনার আবু মারফ হোসেন, সাবেক অতিরিক্ত উপ কমিশনার শাহানুর আলম পাটোয়ারী, সাবেক সহকারী কমিশনার আল আমরান হোসেন, তাজহাট থানার সাবেক ওসি রবিউল ইসলাম, বেরোবি পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ বিভুত ভুষন রায়, কনষ্টেবল সুজন চন্দ্র রায়, গনিত বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমান, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল আসাদ, সহকারী রেজিষ্টার হাফিজুর রহমান তুফান, সেকশন অফিসার মনিরজ্জামান পলাশ, নিরাপত্তা শাখার উপ রেজিষ্টার তৌহিদুল ইসলাম জনি, প্রক্টর অফিসের সহকারী রেজিষ্টার রাফিউল হাসান রাসেল, কর্মচারী আমীর হোসনে, নুরন্নবী, চতুর্থ শ্রেনীরকর্মচারী ইউনিয়নের সভাপতি (নিরাপত্তা শাখা) নুর আলম, সহকারী রেজিষ্টার ডেসপ্যাস) আখতার”ল ইসলাম, সেমিনার সহকারী আশিকুন্নাহার টুকটুকি, সমাজ সেবা বিভাগের উপ রেজিষ্টার মাহবুবা আকতার,তৃতীয় শ্রেনীরকর্মচারী ইউনিয়নের সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রন দপ্তরের কর্মচারী মাহবুবার রহমান বাবু, প্রক্টর অফিসের আপেল, নিরাপত্তা দপ্তরের কর্মকর্তা ও সাবেক ভিসির পিএস আবুল কালাম আজাদ, বেরোবি ছাত্রলীগের সহ সভাপতি বিধান বর্মণ, গ্লোরিয়াস ফজলে রাব্বি, মমিনুল হক, আখতার হোসেন, শাহীন ইসলাম, অআব্দুরল্লাহ আল নোমান, আবির শাহরিয়ার অনিক, সাধারন সমম্পাদক মাহফুজুর শামিম, যুগ্ম সাধারন সমম্পাদক মাসুদুল হাসান, শাহিদ হাসান সিদ, ইমরান চৌধুরী আকাশ, সাংগঠনিক সম্পাদক ধঞ্জয় কুমার টগর, সাখাওয়াত হোসেন, ফরহাস হোসেন এলিট, সেজন আহমেদ আরিফ, পিপাস আলী, দপ্তর সম্পাদক বাবুল হোসেন, সাহিত্য সম্পাদক মৃত্যুঞ্জয় রায়, প্রচার সম্পাদক সাব্বির হোসেন রিজন, উপ প্রচার সম্পাদক মোশাররফ হোসেন, ক্রীড়া সম্পাদক মানিক চন্দ্র, সিয়াম আরাফাত, পরিবেশ বিষয়ক সম্পাদক আরাফাত রহমান আবির, উপ স্কুল বিষয়ক সম্পাদক শোয়াইবুল ইসলাম সাল্লু, সামাজিক যোগাযোগ বিষযক সম্পাদক আব্দুল্লাহ আল রায়হান, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক অমিত হাসান, উপ অটিজম বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান, উদোক্তা উদ্ভাবন বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান, ইমন, মাদরাসা বিষয়ক সম্পাদক গাজিউর রহমান, উপ সমাজসেবা বিষয়ক সম্পাদক রিফাত হোসেন ছাড়াও রংপুর জেলা যুবলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনী, তাজহাট থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সমম্পাদক জিকর”ল মাহবুব শোভন, যুবলীগের সাধারন সমম্পাদক শিপন, স্বেচ্ছা সেবক লীগের সহ সভাপতি আতিকুল বারী অন্যতম।

এব্যাপারে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহ্ম¥দ শওকত আলী সাংবাদিকদের জানান, ৫ ই আগষ্টের পর বেরোবির আন্দোলন দমন এবং নির্যাতনের ব্যপারে জড়িতদের শনাক্ত করার ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্তের তথ্য প্রমানের ভিত্তিতে দায়ী ব্যাক্তিদের চিহ্নীত করে শতভাগ নিশ্চিত হয়ে ৭১ জনের নামে এই হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় অন্তত শতাধিক ব্যক্তি জড়িত রয়েছে।