জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সাটুরিয়া থানা পুলিশের যৌথ অভিযানে লুণ্ঠিত মালামালসহ ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি রাতে কারখানার কর্মচারীরা খাবার শেষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে ২০-২৫ জন মুখোশধারী ডাকাত নিরাপত্তা প্রাচীর টপকে ফ্যাক্টরির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
তারা দেশীয় অস্ত্রের মুখে কারখানার কর্মচারীদের হাত-পা বেঁধে ফেলে এবং ফিনিশিং ফ্লোরে থাকা ডাইং পলিব্যাগ ও নগদ টাকা লুট করে একটি পিকআপে করে পালিয়ে যায়।
রাত ৪টা ২০ মিনিটের দিকে এক কর্মচারী কৌশলে হাতের বাঁধন খুলে ঢাকায় অবস্থানরত ফ্যাক্টরির ম্যানেজার মো. সাহেব আলীকে ফোন করে বিষয়টি জানান। পরে কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার পর মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)সুজন সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার(মানিকগঞ্জ সদর সার্কেল) সালাউদ্দিন রাব্বির সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মানোবেন্দ্র বালো, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন, সাটুরিয়া থানার ওসি (তদন্ত)সহ একাধিক পুলিশ সদস্য অংশ নেন।
প্রথমে পাবনার চাটমোহর থেকে আসামী শরীফকে গ্রেফতার করা হয়, যার কাছ থেকে লুণ্ঠিত দুটি মোবাইল উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে ডাকাতির ঘটনায় জড়িত আরও ১১ জনকে গ্রেফতার করা হয়।