হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : হাটহাজারীতে ওজন ও পরিমাপের মানদ- এবং বিএসটিআই আইন লঙ্ঘনের অভিযোগে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সম্প্রতি সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান এ অভিযান পরিচালনা করেন।
মোবাইল কোর্টের তথ্য মতে, এদিন দুটি মামলায় দুইজনকে অভিযুক্ত করা হলেও কোনো কারাদ- দেয়া হয়নি।