"চলো একসাথে গড়ি সমৃদ্ধ গাজীপুর–৫” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী, পূবাইল থানা আয়োজিত কর্মী সম্মেলন শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দাঁড়িপাল্লা প্রতীককে ঘিরে কর্মীদের উচ্ছ্বাস, শৃঙ্খলাবদ্ধ উপস্থিতি এবং নেতৃত্বের দিকনির্দেশনামূলক বক্তব্যে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
সম্মেলনের প্রধান অতিথি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম ভূইয়া বলেন, গাজীপুর–৫ শুধু একটি আসন নয়, এটি পরিবর্তনের কেন্দ্রবিন্দু। জনগণের প্রত্যাশা পূরণে সৎ নেতৃত্ব, জবাবদিহিমূলক রাজনীতি ও ন্যায়নিষ্ঠ প্রশাসনের কোনো বিকল্প নেই। দাঁড়িপাল্লা মানে ন্যায় ও ভারসাম্য—আমরা চাই সেই ন্যায়বিচারের সমাজ প্রতিষ্ঠা করতে। তিনি কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, যুবসমাজের শক্তি, নারীদের অংশগ্রহণ ও কর্মীদের সংগঠিত প্রচেষ্টাতেই সমৃদ্ধ গাজীপুর গড়ে উঠবে। এজন্য ঘরে ঘরে গিয়ে জনগণের কাছে দাঁড়িপাল্লার বার্তা পৌঁছে দিতে হবে।
প্রধান আলোচক কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী নায়েবে আমীর এবং গাজীপুর–৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ খায়রুল হাসান বলেন, গাজীপুর–৫ আজও বঞ্চিত, অনুন্নত ও অবহেলিত। জনগণের করের টাকা জনগণের উন্নয়নেই ব্যয় হতে হবে। আমাদের লক্ষ্য—স্বচ্ছ রাজনীতি, জবাবদিহিতার শাসন ও সবার জন্য সমান উন্নয়ন নিশ্চিত করা। তিনি গাজীপুর–৫–এর রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপত্তা ব্যবস্থার সার্বিক উন্নয়নের সুস্পষ্ট কর্মপরিকল্পনাও উপস্থাপন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেনপূবাইল থানা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আশরাফ আলী কাজল। তিনি বলেন, কর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও মনোবলই আমাদের সবচেয়ে বড় শক্তি। মানুষের সাথে সুসম্পর্ক ও সেবামূলক কার্যক্রম বৃদ্ধি করতে হবে।
ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর সভাপতি মোহাম্মদ রেজাউল ইসলাম, ন্যাশনাল ডক্টর ফোরাম গাজীপুর শাখার সভাপতি ডাক্তার আমজাদ হোসেন, কালিগঞ্জ থানা জামায়াতের সাবেক আমির মাহমুদ হাসান, গাজীপুর মহানগর গণপরিষদ সদস্য আবুল কালাম আজাদ, নায়েবে আমির পুবাল থানা এডভোকেট শামীম মৃধা, পুবাল থানা জামাতের সেক্রেটারি মোঃ হারুনুর রশিদ, লালবাগ থানার সেক্রেটারি শহিদুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির পুবাইল থানা সভাপতি মোঃ ইকবাল হোসেন, ৩৯ নং ওয়ার্ড সভাপতি মোঃ রেজাউল ইসলাম, ৪০ নম্বর ওয়ার্ড সভাপতি আবুল কাশেম জাকির, ৪১ নং ওয়ার্ড সভাপতি সবুজ আল মামুন, ৪২ নং ওয়ার্ড সভাপতি কায়সার সরকার প্রমুখ।
এছাড়া কর্মী সম্মেলনে থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা সমৃদ্ধ গাজীপুর–৫ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।