বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, দুনিয়ার সফর সংক্ষিপ্ত। প্রত্যেকের যেমন শুরু আছে তেমনি শেষও আছে। মৃত্যুর পর আল্লাহর কাছে অনেকের আবারও দুনিয়ায় ফিরে আসার আকুতি জানাবেন। বিশেষ করে যারা শহিদ হয়ে মৃত্যুবরণ করেন তারা। কিন্তু আল্লাহ সেই সুযোগ কাউকে দিবেন না। তারা পরকালীন জীবন জান্নাতে সুখ শান্তিতে কাটাবেন। তাই পরকালকে স্বার্থক করতে হলে দুনিয়ার জীবনকে কাজে লাগাতে হবে। মঙ্গলবার মক্কা প্রবাসী ফোরামের সাহরি মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দুনিয়াতে মানুষকে খেলাফতের দায়িত্ব পালন করতে হবে। আমরা অনেকে ব্যক্তিগতভাবে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই। এগুলো সবকিছু ব্যক্তিগত ইবাদাত। আর খেলাফতের দায়িত্ব হল আল্লাহ আমাদের জন্য যে দ্বীন দিয়েছেন সেই দ্বীনকে দুনিয়ার জমিনে বাস্তবায়নের জন্য কাজ করা। রাসুল (সা.) এর জীবনে শুধু ব্যক্তিগত ইবাদাত নেই। ব্যক্তিগত ইবাদাতের পাশাপাশি নবুয়্যাতের পর দ্বীনের জন্য কাজ করেছেন।
সৌদি আরবের সভাপতি এম এ মান্নানের উদ্বোধনী বক্তব্য ও পরিচালনায় এতে সভাপতিত্ব করেন ফোরামের সহ-সভাপতি মুরাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আলোচক ও কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদ সদস্য হাফেজ এম এ বাকী, প্রদেশ সভাপতি মাওলানা মোয়াজ্জেম হোসেন, ওমরাহ করতে আসা ভারুয়াখালীর কৃতি সন্তান আইডিয়াল ট্রাস্ট এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মিজানুর রহমান, কক্সবাজার জেলার শ্রমিকনেতা আমিনুল ইসলাম হাসানের বড় ভাই কক্সবাজারে বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি আনোয়ার হোসেন, বিশিষ্ট চিকিৎসক ডা. মাহমুদুর রহমান, তানজিমুল উম্মাহ মাদ্রাসার প্রিন্সিপাল রিয়াদ হায়দার, মক্কা প্রবাসী ফোরাম-সৌদিআরবের সেক্রেটারি কাজী রাসেল ও পেশাজীবী পরিষদের দায়িত্বশীল নাজিমউদ্দিন। কুরআন তেলাওয়াত করেন আবুল খায়ের, ইসলামী সংগীত পরিবেশন করেন তানজিমুল উম্মাহ মাদ্রাসার প্রিন্সিপাল রিয়াদ হায়দার, পেশাজীবী নেতা মোক্তার চৌধুরী।