কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা চলছে। এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী। তিনি জানান, খালেদা জিয়ার ফুসফুসে (চেষ্টে) ইনফেকশন হয়েছে। তাই কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে এখন মেডিকল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে তিনি আছেন। অবস্থা স্বাভাবিক হতে আর কয়েকদিন লাগতে পারে। তবে অবস্থা আগের চেয়ে ভালো।
এদিকে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন সেই প্রত্যাশায় রাজধানীসহ সারাদেশে দোয়া মাহফিল করেছে বিএনপি ও অঙ্গ দলের নেতা-কর্মীরা। বিএনপির দফতর জানায়, ঢাকার বিভিন্ন স্থান ছাড়াও সারাদেশে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
গতকাল বুধবার রাজধানীর নয়া পল্টনে ঢাকা মহানগর বিএনপি অফিসে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার আশু সুস্থতায় দোয়া মাহফিল করে মহিলা দল। দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দেশনেত্রীর আশু সুস্থতা কামনায় আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করার আহ্বান জানিয়ে বলেন, দেশনেত্রী এমন একজন নেত্রী যিনি আমাদেরকে গভীর অন্ধকারে আলোর পথ দেখিয়েছেন। তিনি সংকটের মধ্যেও কী করে মাথা উঁচু করে থাকতে হয় সেটা আমাদেরকে শিখিয়েছেন আমাদেরকে শিখিয়েছেন সংকটের মধ্যেও নিজেদের মধ্যে ঐক্য রেখে এগিয়ে যেতে হয়। আমরা আজকে এখানে তার সুস্থতার জন্য দোয়া করব, আমরা তার দীর্ঘায়ু কামনা করব।
তিনি বলেন, আমরা যারা ছাত্র রাজনীতি থেকে বেড়ে উঠেছি, এই বেড়ে ওঠার নতুন প্রেরণা দিয়েছেন তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কত রোদ, শোক, সংকটে তিনি এই মাটিকে ছেড়ে, এই দেশকে ছেড়ে তিনি যাননি। তিনি আমাদের গর্ব, তিনি আমাদের অহংকার। তার অটুট মনোবল যেভাবে আমাদেরকে উদ্ভুদ্ধ করে, আমাদেরকে যেভাবে সাহসী করে তোলে, আমাদেরকে যেভাবে সামনের প্রতিকুলতাকে মোকাবিলা করার সাহস জাগায় তিনি দেশনেত্রী, তিনি আমাদের গণতন্ত্রের প্রতীক, আমাদের গণতন্ত্রের মা আমরা আল্লাহর কাছে কায়মনো বাক্যে তার সুস্থতার জন্য দোয়া করব। তিনি সুস্থু হয়ে উঠুন,এই দোয়া আমরা করব।
মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত রোববার থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।