আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে একটি সুস্থ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন।

গত শনিবার রাত ৮টায় রাজধানীর নাখালপাড়ায় তেজগাঁও থানা উত্তর শাখার উদ্যোগে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। উক্ত সমাবেশে মহানগরীর শুরা সদস্য, তেজগাঁও উত্তর থানা আমীর ও ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাফেজ মাওলানা আহসান উল্লাহর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারী রাসিবুল হক নাসিফের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর সিলেট -৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী জননেতা সেলিম উদ্দিন। কর্মী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও হাতিরঝিল অঞ্চল পরিচালক হেমায়েত হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মহানগরী কর্ম পরিষদ সদস্য ও তেজগাঁও দক্ষিণ থানা আমীর ইঞ্জি. নোমান আহমদী, হাতিরঝিল অঞ্চলের টিম সদস্য ইউসুফ আলী মোল্লা, থানা কর্ম পরিষদ সদস্য এনামুল হক ও ইঞ্জি. মহসিন খান।

সাইফুল আলম খান মিলন বলেন, জনগণ যদি আগামী নির্বাচনে জামায়াতকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠায়, তাহলে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি ও দখলবাজি মুক্তÑসুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ নির্মাণে আমরা অঙ্গীকারবদ্ধ। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে দেওয়া প্রধান উপদেষ্টার এক ধরনের প্রতারণা। একই দিনে নির্বাচন ও গণভোট হলে জনগণের মূল গুরুত্ব নির্বাচনের দিকেই যাবে, এতে জুলাই সনদের গুরুত্ব কমে যাবে। তাই নির্বাচনের আগে গণভোটের দাবি জানান তিনি।

প্রধান বক্তা মু. সেলিম উদ্দিন বলেন, এদেশে কেন্দ্র দখলের রাজনীতির কবর রচিত হয়েছে। কেন্দ্র দখলের রাজনীতির যুগ শেষ। লাঠিসোটা নিয়ে কেন্দ্র দখল করতে এলে জনগণই প্রতিহত করবে। কোন সন্ত্রাসী বা চাঁদাবাজ ভোটারদের ভয় দেখাতে গেলে আমরা আইন ও জনগণের শক্তি নিয়ে প্রতিহত করবো। আমরা কারও কাছে ভীত নইÑমুসলমান শুধু আল্লাহকেই ভয় করে।

সমাবেশে বক্তারা বলেন, নির্বাচন যেন সহিংসতা, দখলবাজি ও ভয়-ভীতির ঊর্ধ্বে থাকেÑসেজন্য নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্ত ঘোষণা করা হয়। সমাবেশে আরও উপস্থিত ছিলেন শিল্পাঞ্চল থানা সাবেক আমীর ও কাফরুল উত্তর থানা নায়েবে আমীর আলাউদ্দিন আহমেদ, শিল্পাঞ্চল থানার সেক্রেটারী নূরউদ্দিন জাহিদ, তেজগাঁও উত্তর থানার কর্মপরিষদ সদস্য ইউনুস শেখ, মোফাজ্জল হোসেন রকি, সোলাইমান হোসেন, শুরা সদস্য রফিকুল ইসলাম, ওয়ার্ড সভাপতি নোমান উদ্দিন, মাস্টার নজরুল ইসলাম, আমিনুল ইসলাম, মাওলানা আবু জাফর, মাওলানা নূর উদ্দিন, হাবীবউল্লাহ বাহার, জামায়াত নেতা কামরুল হুদা শামীম, ওমর ফারুক রিয়াদ, আব্দুর রহিম, শ্রমিক নেতা খন্দকার শফিকুল আলম, কাজী মুজিবুর রহমান, ছাত্রশিবির তেজগাঁও থানা সভাপতি মেহেদী হাসান, শিল্পাঞ্চল সভাপতি মারুফ হোসেন ও স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।