সৈয়দপুরে একটি কলেজের একমাত্র পরীক্ষার্থীও ফেল

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা: নীলফামারীর সৈয়দপুর উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ গ্রহণকারী একমাত্র শিক্ষার্থীটিও অকৃতকার্য হয়েছে। ১৬ অক্টোবর প্রকাশিত চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এই তথ্য জানা যায়। এমন ভরাডুবির ঘটনা এলাকায় ব্যাপক হাস্যরসের সৃষ্টি করেছে। জানা যায়, শতভাগ ফেল করা ওই শিক্ষা প্রতিষ্ঠানটির পাঠদান অনুমতি থাকলেও কলেজ স্বীকৃতি নাই। তারপরও কর্তৃপক্ষ পাঠদান অনুমতি ধরে রাখতে ওই ছাত্রকে ভর্তি নেয় এবং পরীক্ষায় অংশ গ্রহণ করায়। ওই শিক্ষার্থী এবার নিয়ে দ্বিতীয় দফা ফেল হলো। গতবছর সে এক বিষয়ে ফেল করে। এবার সেই একটি বিষয়ে পরীক্ষা দিয়ে পাস করতে পারেনি।

নীলফামারীর ১০ কলেজের কোন শিক্ষার্থী পাস করতে পারেনি

নীলফামারী সংবাদদাতা : চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে নীলফামারী জেলার ১০টি কলেজের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। বৃহস্পতিবার(১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফলে এ তথ্য নিশ্চিত করেছেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তৌহিদুল ইসলাম। তিনি বলেন, বোর্ডের অধীনে ৪৩টি কলেজের ১৮২ জন শিক্ষার্থীর কেউ পাস করেনি। তার মধ্যে নীলফামারীতে রয়েছে ১০টি কলেজের ৪০ জন। এছাড়া নীলফামারীর একটি কলেজের ৪জন শিক্ষার্থী ফরম ফিলাপ করলেও পরীক্ষায় অংশগ্রহণ না করে অনুপস্থিত ছিল। ফলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের পাসের হার শূন্য।

কুড়িগ্রামের ৯ কলেজে কেউ পাস করেনি

কুড়িগ্রাম সংবাদদাতা : ১৬ অক্টোবর- ২০২৫, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কুড়িগ্রাম জেলায় ৯টি কলেজের কেউই পাস করতে পারেনি। ১৬ অক্টোবর সকালে প্রকাশিত ফলাফলে এমন চিত্র উঠে এসেছে।

এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে মোট পাসের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ হলেও কুড়িগ্রামের ৯টি কলেজ শতভাগ ফেল করেছে। গত বছর (২০২৪) এ জেলায় শতভাগ ফেল করা কলেজের সংখ্যা ছিল ২টি। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় দিনাজপুর বোর্ডের ৬৬৬টি কলেজ থেকে শিক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে ৪৩টি কলেজ থেকে কেউ পাস করতে পারেনি। শূন্য পাস করা এসব প্রতিষ্ঠানের মধ্যে কুড়িগ্রামের সংখ্যা সবচেয়ে বেশি ৯টি।