নরসিংদী সংবাদদাতা : নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের বাগহাটা গ্রামের মাদকব্যবসায়ী দুলালের বাড়ি থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সাজিদ হোসেন (২২) নামে এক যুবককে মাদকব্যবসায়ী দুলাল তার বাড়িতে আটক রেখে নির্মম নির্যাতন করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে দুলালের বিরুদ্ধে। সাজিদ হোসেন বাগহাটা গ্রামের আব্দুল আজিজের ছেলে।
স্বজনদের অভিযোগ, দুলাল ও তার সহযোগীরা সাজিদকে বাড়িতে আটকে রেখে নির্যাতন করে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে গতকাল সোমবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
জানা যায়, সাজিদের মা মুসলেমা বেগম ছেলের নির্যাতনের খবর পেয়ে দুলালের বাড়িতে যান। এসময় দুলাল ও তার বাড়ির সদস্যরা বাড়ির গেইটে তালা মেরে সবাই পালিয়ে যায়। পরে স্বজনরা তালা ভেঙে ঘরে প্রবেশ করে দেখেন, ঘরের ভিতরে সাজিদের লাশ পড়ে আছে।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম, জোবায়ের ও অন্যান্যরা জানান, টেকপাড়া গ্রামের আতাউরের ছেলে মাদককারবারি ও একাধিক মামলার আসামি দুলাল এখন স্থানীয় রাজনৈতিক নেতাদের অনুসারী। তার দৌরাত্ম্য বেড়েই চলেছে। সাজিদকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পরিবারের কাছ থেকে ছিনিয়ে মাদকব্যবসায় সহযোগী বানিয়েছে দুলাল। ধারনা করা হচ্ছে তাদের ব্যবসায় কোনো ঝামেলা হয়েছে, যার কারণে তারাই তাকে হত্যা করে পালিয়ে গেছে।
নিহতের মা মুসলেমা বেগম বলেন, আমার একমাত্র ছেলে সাজিদ। তাকে পাঁচদিন ধরে নির্যাতন করেছে। তাকে বাঁচাতে নগদ ৫০ হাজার টাকা দিতে বলেছিল দুলাল। আমাদের কাছে টাকা না থাকায় দুলাল আমাদের বাড়ির দলিল নিতে চেয়েছিল। আমরা রবিবার বিকেলের দিকে দুলালদের বাড়িতে এসেছিলাম, কিন্তু ছেলেকে দেখতে দেয়নি। শেষ পর্যন্ত আমার ছেলেটিকে নিষ্ঠুরভাবে হত্যা করল। আমার ছেলে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারকরত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।