শিক্ষার্থীদের প্রযুক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যৎ গঠনে মনোযোগী হতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, “মোবাইল প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে। এই ছোট ডিভাইসের মাধ্যমে আমরা জ্ঞানের বিশাল জগতে প্রবেশ করতে পারি। তবে প্রযুক্তির ভালো-মন্দ দুই দিক রয়েছে কিভাবে আমরা এটি ব্যবহার করছি, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

সম্প্রতি দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে এবং শিক্ষক আবুল খায়েরের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে কলেজ অডিটোরিয়ামে মুখরিত পরিবেশে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে মেয়র তার বক্তব্যে আরও বলেন, “গুগলের সাহায্যে এখন পরীক্ষার প্রস্তুতির কৌশল থেকে শুরু করে ভালো ফলাফল করার উপায় সবই পাওয়া যায়। কিন্তু শিক্ষার্থীদের বুঝতে হবে কোনটা গ্রহণযোগ্য আর কোনটা নয়। প্রযুক্তির সঠিক ব্যবহার শিক্ষার্থীদের সফলতার দ্বার উন্মোচন করে।”

শুধু পরীক্ষার ভালো ফলাফল করলেই একজন শিক্ষার্থী আদর্শ হয়ে ওঠে না উল্লেখ করে মেয়র বলেন, “ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা আরও জরুরি। একজন আদর্শ শিক্ষার্থীর চারটি প্রধান গুণ সময়নিষ্ঠা, শৃঙ্খলা, আচরণ ও ভদ্রতা। শিক্ষক, পিতা-মাতা, প্রতিবেশী ও ছোটদের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি থাকা উচিত প্রতিটি শিক্ষার্থীর মধ্যে।”