নেত্রকোনার আটপাড়ায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। বুধবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে প্রতিবেশী তরুণ অন্তর মিয়া (২১) ও তার সহযোগী হৃদয় মিয়াকে (২৪) আসামী করে থানায় মামলাটি দায়ের করেন। বৃহস্পতিবার সকাল সোয়া ১০ টা পর্যন্ত পুলিশ কোন আসামীকে গ্রেপ্তার করতে পারিনি।
এদিকে ধর্ষণের শিকার শিশুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এর আগে গত মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলা লুনেশ্বর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটেছে।