গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব), গোমস্তাপুর উপজেলা শাখার উদ্যোগে নির্মাণ শ্রমিকদের দাবি দিবস উপলক্ষে রহনপুরে একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় র্যালিটি রহনপুর পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাগদুয়ার পাড়ায় অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক নির্মাণ শ্রমিক অংশগ্রহণ করেন। এ সময় তারা তাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) গোমস্তাপুর উপজেলা শাখার সভাপতি মোঃ সাইদ আলি, সহ-সভাপতি মোঃ সেন্টু ও আলমগীর, সহ-সাধারণ সম্পাদক এস্তাব আলী, সাধারণ সম্পাদক আঃ কাদেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের অবকাঠামো উন্নয়নে নির্মাণ শ্রমিকদের অবদান অপরিসীম হলেও তারা আজও ন্যায্য মজুরি, কর্মনিরাপত্তা ও সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত। সভায় শ্রমিকদের ১৮ দফা ন্যায্য দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছেÑ ন্যূনতম মজুরি নির্ধারণ ও বাস্তবায়ন, শ্রমিকদের স্বাস্থ্যবিমা ও দুর্ঘটনা বিমা চালু, কাজের নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ, শ্রমিক কল্যাণ তহবিল কার্যকর করা এবং বয়স্ক শ্রমিকদের জন্য ভাতা চালু করা।
বক্তারা দ্রুত এসব দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান এবং দাবি পূরণ না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।