ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ -৩ (জগন্নাথপুর এবং শান্তিগঞ্জ) আসনের এমপি প্রার্থী এডভোকেট ইয়াসীন খানের সমর্থনে সুনামগঞ্জের জগন্নাথপুরের মিরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আয়োজনে শনিবার (১৭ জানুয়ারি) বাদ মাগরিব পশ্চিম গড়গড়ি গ্রামে আলহাজ্ব নুর বকস এর বাড়িতে মতবিনিময়, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় যুক্তরাজ্য প্রবাসী এইচ এম আসলাম এর সভাপতিত্বে শিক্ষক নাসির উদ্দীনের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব নুর বকস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, উপজেলা পেশাজীবি শাখার সভাপতি মো:কবির উদ্দিন,মিরপুর ইউনিয়ন সভাপতি জান্নাতুল ফেরদৌস,ছাত্রশিবির জগন্নাথপুর উপজেলা সভাপতি আবু তাহের সিদ্দিক, জগন্নাথপুর উপজেলা শিবিরের সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক, মিরপুর ইউনিয়ন সহ সভাপতি সুন্দর আলী, ৫নং ওয়ার্ড সভাপতি আব্দুর রউফ,সহ সভাপতি ক্বারী আব্দুল মজিদ,সেক্রেটারি মাহমুদ আলী প্রমূখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা শিবির সেক্রেটারি শাহিনুর রহমান,ব্যবসায়ী ফখর উদ্দিন, শিক্ষাবিদ আবু উবায়দা, মিরপুর ইউনিয়ন জামায়াত নেতা নজমুদ্দীন,মোজাম্মেল হোসেন, প্রবীন মুরব্বি হাজী কলমদর আলী, সায়েমসহ ওয়ার্ডের বিভিন্ন পেশার মানুষ।
পরে ৫ নং ওয়ার্ড শাখার পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা নুর বকস এবং যুক্তরাজ্য প্রবাসী এইচ এম আসলম যুক্তরাজ্য থেকে দেশে আগমন উপলক্ষে ফুলের তোড়া দিয়ে বরণ করেন অতিথি ও ওয়ার্ডবাসী। সবশেষে দেশের মঙ্গল কামনায় মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্তি হয়।