রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: দৈনিক চাঁদনী বাজারসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জ রায়গঞ্জের প্রতিবন্ধী বৃদ্ধ গোলাম হোসেন পেয়েছেন হুইল চেয়ার।

রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে প্রতিবন্ধী গোলাম হোসেনের হাতে হুইল চেয়ারটি তুলে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও স্থানীয় সংবাদকর্মীরা।

গত মাসে দৈনিক আমার দেশ পত্রিকায় “রায়গঞ্জে প্রতিবন্ধী স্বামীকে নিয়ে বৃদ্ধ সুফিয়ার মানবেতর জীবন যাপন” শিরোনামে সংবাদ প্রকাশের পর সংবাদটি শাহজাদপুরের প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা শাহবাজ খান সানির নজরে পড়লে তার প্রচেষ্টায় ও হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে হুইল চেয়ারটি কিনে দেন।

হুইল চেয়ারটি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সাংবাদিক গোলাম মুক্তাদির, সোহেল রানা, আমিনুল ইসলাম হিরো, সিরাজগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব ফাহিম বিশ্বাস, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব শেখ রিয়াদ প্রমুখ।এ সময় গোলাম হোসেন বলেন, অর্থের অভাবে একটি হুইল চেয়ার কিনতে পারি নাই। আপনাদের মাধ্যমে হুইল চেয়ারটি পেয়ে ভালো লাগছে। হুইল চেয়ার দেয়ায় তার স্ত্রী সুফিয়া বেগম নিজেও খুশি হয়েছেন বলে নিজের অভিপ্রায় ব্যক্ত করেন।