রাজশাহীর বিশিষ্ট কথাশিল্পী দেওয়ান মোহাম্মদ শামসুজ্জামান গতকাল রোববার সকাল আটটার দিকে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। গতকাল বাদ জোহর উপশহর নূর মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। গল্পকার দেওয়ান শামসুজ্জামান ১৯৫৭ সালের ১ এপ্রিল নওগাঁ জেলার মান্দা উপজেলার ময়নম গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা দেওয়ান মো: ইয়াদ আলী ও মাতা মোসাম্মাৎ আখতারুন নেসা এবং স্ত্রী সুলতানা জামান। পিতার চাকুরিসূত্রে শৈশব ও কৈশর কাটে বাংলাদেশের বিভিন্ন শহরে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে বাংলাদেশ ব্যাংকের ডিজিএম হিসেবে অবসর গ্রহণ করেন।

১৯৭৯ খ্রিষ্টাব্দ থেকে রাজশাহী শহরের বাসিন্দা। পরে তেরখাদিয়ায় নিজস্ব আবাস গড়ে তোলেন। আশির দশক থেকে দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় অসংখ্য গল্প-প্রবন্ধ প্রকাশ পায়। প্রকাশিত গল্পগ্রন্থ: শকুন ও অন্যান্য গল্প। তিনি হজরত মুহাম্মদ (স)-এর জীবনী নিয়ে একটি বড় কাজ অসম্পূর্ণ রেখে যান। পুরস্কার লাভ করেন সিএনসি-প্রিন্সিপ্যাল আবুল কাশেম পুরস্কার (২০২৪), পশ্চিমবঙ্গের বাংলা ভাষা চর্চা কেন্দ্র পুরস্কার (২০১৮) ও একুশের ভাবনা সম্মাননা (২০১৯), নওগাঁর বরেন্দ্র সাহিত্য সম্মেলন সম্মাননা (২০১২), গাঙচিল সাহিত্য পুরস্কার (২০১০), আন্তঃবাংলাদেশ ব্যাংক সাহিত্য পুরস্কার প্রভৃতি।

তিনি রাজশাহীর বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।