মহেশখালী থানা উত্তর জামায়াতে ইসলামীর উদ্যোগে শহীদ হাদীর স্মরণে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, শহীদরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের ত্যাগ ও আদর্শকে ধারণ করেই একটি ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে হবে। আগামীর গণভোটে ‘হ্যাঁ’ এবং জাতীয় ভোটে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশকে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দেশ ও জাতির কল্যাণে ইসলামী ও দেশপ্রেমিক শক্তি, আধিপত্যবাদ বিরোধী শক্তির রাজনীতির বিকল্প নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় আপসহীনভাবে কাজ করে যাচ্ছে।
থানা আমীর মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী। তিনি বলেন, শহীদ হাদীর আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা। তার আদর্শ অনুসরণ করে দ্বীন ও দেশের জন্য কাজ করাই হবে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য জাকের হোসাইন, অ্যাডভোকেট ইব্রাহীম খলিলসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। বক্তারা শহীদ হাদীর বর্ণাঢ্য জীবন, আন্দোলন-সংগ্রামে তাঁর অবদান এবং ইসলামী সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর ভূমিকা তুলে ধরেন।
দোয়া মাহফিলে শহীদ হাদীর রূহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।