বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও দেশপ্রেমের আবহে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে গাজীপুর মূল ক্যাম্পাসসহ সারাদেশে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গাজীপুর ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। সকাল ৮টায় ডিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি (শিক্ষা), অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-ভিসি (প্রশাসন), অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব), অধ্যাপক মোঃ আনিছুর রহমান, বিভিন্ন স্কুলের ডিন, বিভাগীয় পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতির ইতিহাসে গৌরবের অনন্য শিখর, জাতির সূর্যসন্তানদের আত্মত্যাগ, অদম্য সাহস ও রক্তের বিনিময়েই আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ও লাল-সবুজের পতাকা, এই বিজয় শুধু একটি ভূখণ্ডের নয় বরং মর্যাদা, মানবিক মূল্যবোধ ও স্বাধীন স্বপ্নের বিজয়, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নই হবে শহিদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনই নতুন প্রজন্মকে সাম্য, ন্যায় ও অগ্রগতির বাংলাদেশ উপহার দিতে পারে।
দিবসটির তাৎপর্য তুলে ধরতে গাজীপুর মূল ক্যাম্পাসে ব্যানার প্রদর্শন ও বর্ণিল আলোকসজ্জা করা হয় এবং যোহরের নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মহান মুক্তিযুদ্ধে শহিদ বীরদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশের বিভিন্ন আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রেও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে অনুরূপ কর্মসূচি পালন করা হয়।