নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালী জেলা প্রশাসক শফিকুল ইসলাম নোয়াখালী জেলায় গতকাল কর্মে যোগদান করেন এবং আজকের বুধবার দ্বিতীয় দিবসে জেলার বিশিষ্ট ব্যক্তিদের সাথে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে সৌজন্য সভা ও মতবিনিময় সভা করেন, জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আবদুর রহমান, প্রফেসর আবুল বাসার, এডভোকেট আমিরুল ইসলাম বুলবুল সেক্রেটারি নোয়াখালী আইনজীবী সমিতি, নোয়াখালী প্রেসক্লাবে সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, সংগ্রাম জেলা সংবাদদাতা বোরহান উদ্দিন, এডভোকেট আবদুল করিম, নাসিরুদ্দিন বিএনপি নেতা, ছাত্র সমন্বয়ক আরিফুল ইসলাম, সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ।