নগরীর কোতোয়ালী থানার অদূরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. ইসমাইল (৩০) নামে এক ভ্রাম্যমাণ চা-বিক্রেতা নিহত হয়েছেন। সম্প্রতি গভীর রাতে লালদিঘীর পাড়ে জেলা পরিষদ ভবনের বিপরীতে সিএমপি কমিশনারের পুরাতন কার্যালয়ের সামনের সড়কে এ হত্যাকা- ঘটে।

নিহত ইসমাইল দীর্ঘদিন ধরে লালদিঘীর পাড়, পুরাতন গির্জা ও আশপাশের এলাকায় সাইকেলে করে চা বিক্রি করতেন। তিনি ফিরিঙ্গিবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ইসমাইল সাইকেল চালিয়ে লালদিঘীর পাড় থেকে ফিরিঙ্গিবাজারের দিকে ফেরার সময় তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে। ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাতে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।