DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

পাইকগাছায় ছাত্রলীগ দুই নেতাকে পুলিশে সোপর্দ

খুলনার পাইকগাছায় চাচাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়িসহ সমস্ত সম্পত্তি দখল করে রাখা ছাত্রলীগ নেতা উমায়ের কবির ও তার ভাইদের অত্যচারে অতিষ্ঠ হয়ে হাজার হাজার গ্রামবাসী মিলে উমায়েরসহ এক সহযোগীকে গণ ধোয়ায় দিয়ে পুলিশের কাছে হস্তন্তর করেছে এলাকাবাসী।

উপজেলা সংবাদদাতা
Printed Edition
Default Image - DS

খুলনার পাইকগাছায় চাচাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়িসহ সমস্ত সম্পত্তি দখল করে রাখা ছাত্রলীগ নেতা উমায়ের কবির ও তার ভাইদের অত্যচারে অতিষ্ঠ হয়ে হাজার হাজার গ্রামবাসী মিলে উমায়েরসহ এক সহযোগীকে গণ ধোয়ায় দিয়ে পুলিশের কাছে হস্তন্তর করেছে এলাকাবাসী। সরেজমিনে ও মামলা সূত্রে জানাগেছে, উপজেলার তোকিয়া গ্রামের মৃত হারুন সরদারের ছেলে ছাত্রলীগ নেতা উমায়ের কবির গত আওয়ামীলীগের আমলে সাবেক সংসদ সদস্য আকতারুজ্জামান বাবুর আস্থাভাজন হয়ে ক্ষমতার দাপট দেখিয়ে মাস্তানি, চাঁদাবাজী, ঘের দখল, নারী কেলেঙ্কারী, বিভিন্নি অপকর্মের হোতা, ভাইদের সাথে নিয়ে লাঠির ভয় দেখিয়ে এলাকায় ত্রাসসৃষ্টিকরে রাখে। গত ১১অক্টোবর আপন চাচা রওশন সরদারের স্ত্রী ও তিন সন্তানদের মারপিট করে উমায়েরসহ তার দুই ভাই। এর এঘটনায় হাসপাতালে কয়েকদিন চিকিৎসা নিয়ে ফিরলেও বাড়িতে ফিরতে পারেননি। জীবনের নিরাপত্তার জন্য আজো বাড়ি যেতে পারেননি রওশন সরদারের পরিবার। গত ১১নবেম্বর ২৪ তারিখে পাইকগাছার ইজিবাইক স্টান্ডে বৃদ্ধ শামসুর রহমান (৭০) কে উমায়ের কবিরের নেতৃত্বে তার ভাই ইসাহাকসহ কয়েকজন ফ্লিমি স্টাইলে এলোপাতাড়ী পিটিয়ে হাত ও বুকের ২টি পাজড় ভেঙ্গে দেয়। শামসুর মামলা করলেও তাদের ভয়ে এখন এলাকা ছাড়া।